হোম ফিচার চরফ্যাশনে ৫ টি ইউনিয়নের নির্বাচন, নির্বাচনী সহিংসতায় নিহত-১, নারীও শিশু সহ আহত -৪

চরফ্যাশন প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় নারীও শিশু সহ আহত হয়েছেন আরও ৪ জন। এরা হলেন রিতা (৪) , তাসলিমা (১৬) আলাউদ্দিন (৩৫) । আহতদের মধ্যে আলাউদ্দিন (৩৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে বলে জানাযায় ।

সোমবার (২১ জুন) বেলা ১০.৩০টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।

জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন (ফুটবল)ও ইউসুফ (টিউবওয়েল)সিকদার গ্রæপের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা শোভন বাশাক মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভোলার পুলিশ সুপার সরকার মো কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং নারীও শিশু সহ আহত হয়েছেন আরও ৪ জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি বলে দাবী করছেন ভোলার পুলিশ সুপার ।

এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রফিকুল ইসলাম জানিয়েছেন।চরফ্যাসনের ৫ টি ইউনিয়নের ৫২ টি কেন্দে ভোট চলছে। ২০৫ জন প্রার্থী এই নিবাচর্নে প্রতিদন্ধতা করছেন । এই ৫২ টি কেন্দ্রে ৯৮ হাজার ভোটার রয়েছেন ।

সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। নির্বাচনের আগের দিন ২০ জুন হাজারীঞ্জের ৪ নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর মধ্যে হামলা বাড়ী ভাংচুর এর ঘটনা ঘটেছিলো। ছিটেফোটা হামলার ঘটনা ছাড়া কোন ধরনের গন্ডগোল সকাল ৯ টা পর্যন্ত হয়নি।

পুলিশ প্রশাসনের নজরধারী ছিলো চোখে পড়ার মতো। বৃষ্টির মাঝে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো নজর কাড়া। চর কলমী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক মাহবুব আলম জানান, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। এই কেন্দ্রের চরকলমী উত্তর মঙ্গল মোশারেফ হোসেন হাওলাদার বাড়ী নুরানী মাদ্রাসার কেন্দ্র ১৭৭৮ জন ভোটার ১ ঘন্টায় ভোট কাস্ট হয়েছে ১৫২ টি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন