চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশনে সাংবাদিকের পিতার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১আগস্ট) বিকেলে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন চরফ্যাসন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও চরফ্যাসন সাংবাদিক কল্যান তহবিলের সদস্য সাংবাদিক নুরু উল্লাহ ভুইয়ার পিতা মাওলানা রফিক উল্লাহ ভূইয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ও চরফ্যাসন সাংবাদিক কল্যান তহবিল এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের কার্যালয়ে তহবিলের সাধারন সম্পাদক এম আমির হোসেনের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, চরফ্যাসন সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন চরফ্যাসন শাখার সহ সভাপতি ইয়াছিন আরাফাত, চরফ্যাসন কল্যান তহবিলের নির্বাহী সদস্য এম আবু সসিদ্দিক,বাংলাদেশ অনলইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর চরফ্যাসন উপজেলা শাখার সাধারন সম্পাদক মিজানুর রহমান নয়ন, চ্যানেল ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন,বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সহ সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি কামারুল সিকদার, সাধারন সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক ও আজকের পত্রিকা প্রতিনিধি এসআই মুকুল, সহ সম্পাদক ও সংগ্রাম প্রতিনিধি লোকমান হোসেন, সহ সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি সেলিম রানা, দপ্তর সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি এআর সোহেব চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ও সময়ের চিত্র প্রতিনিধি মাহাফুজুর রহমান মমিন, কোয়ালিটি টিভি প্রতিনিধি তছলিম আখনসহ অন্যান্যরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সিনিয়র সদস্য মাওলানা খোরশেদ আলম।