চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২,চরফ্যাশন, ভোলা এর বাস্তবায়নে চরফ্যাশন উপজেলার বেড়িবাঁধে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধণ করা হয়। শুক্রবার (২৮আগস্ট) দুপুরে বেতুয়া লঞ্চঘাট বেড়িবাঁধে বনজ,ফলজ ও ঔষধি গাছের ৫শত চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদ হাসান, ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২, চরফ্যাশন,ভোলা এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও এলাকাবাসী।
নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় চরফ্যশন উপজেলার বেড়িবাঁধে ৪ হাজার ৫০০ গাছের চারা রোপণে কর্মসূচী হাতে নেয়া হয়েছে যা বনায়ণ ও বনভূমি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।