চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর ক্ষোভের শিকার এক কৃষক পরিবার। চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য পরাজীত প্রার্থী জাকিরের সমর্থনে নির্বাচন না করায় ওই ওয়ার্ডের চরমঙ্গল গ্রামের বাসিন্দা ইয়াসিন সরদারের দাবিকৃত ৩ একর জমিতে জোরপূর্বক ধান চাষ করতে গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
বুধবার (২১জুলাই) ঈদুল আযহার দিন বিকেলে ইয়াসিন সরদারের ৩০বছরের ভোগদখলকৃত জমিতে জাকির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোরপূর্বক হালচাষ দিয়ে ধান বোনতে গেলে বিরোধীয় ওই জমি নিয়ে ইয়াসিন সরদার বাঁধা দিলে সন্ত্রাসীদলের দেশিও ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিন সরদারের (৬৫) ডান হাতের কব্জির রগ কেটে যায় বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানাগেছে ৯নং ওয়ার্ডের নবনির্বাচীত ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে জাকির শিকদার ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত হয়। এতে জাকিরকে ইয়াসিন সরদার গং সমর্থন না করায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় জমি সংক্রান্ত বিরোধে। তবে ওই জমি ক্রয় সূত্রে মালিক দাবিকারী চরফ্যাশন পৌরসভার বাসিন্দা লোকমান হোসেনের ছেলে জুয়েল বলেন, আমরা ওই জমি খরিদ সূত্রে মালিক আমাদের কাছ থেকে জাকির শিকদার ওই জমি লগ্নী/ভাড়া নিয়েছে। তবে এ হামলার বিষয়ে আমরা কিছুই জানিনা।
আমার পিতা লোকমান হোসেন কিছুদিন ধরে অসুস্থ। আর তাছাড়া এঘটনা আমাদের বাড়ি থেকে অন্তত ৩০ কিলোমিটার দূরে শশিভূষন থানা এলাকায় ঘটেছে। ইয়াসিন সরদারের ছেলে আহত শাহিন (৩১) বলেন, জাকির হোসেন আমাদের দীর্ঘািদনের ভোগদখলকৃত জমি বিরোধীয় লোকমান গংদের দখল করে দেয়ার জন্য জমিতে ধান চাষ করতে যায়। তবে জাকির হোসেনের নির্বাচন না করায় সে (জাকির) আমাদের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবী করে হুমকি দিয়ে বলে “আমার নির্বাচন করিসনায় দেড় লাখ টাকা দিবি টাকা দিতে না পাড়লে যাদের জমি তাদের দখল করে দিব,তোদের উৎখাতদ করে দেয়া হবে”। শাহিন আরও বলেন, বুধবার সন্ধ্যায় আমাদের জমিতে জাকির শিকদার চাষ দিলে আমরা বাঁধা দেয়ায় জাকিরের নেতৃত্বে নুর হোসেন শিকদার ও ফোরকান,রাজুসহ অন্তত ১০/১২ জন একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে ছকিনা (৬০) রুমা (২২) শিমা (২৪) ও ফাতেমা (২০) কে আহত করে। শশিভূষণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এমন ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।