চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
জমি লিখে দেয়ার নামে অসহায় কলোনিবাসির সাথে প্রতারণা করে লাখ,লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলার দক্ষিণ আইচা থানার চর-কচ্ছপিয়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা মজিদ ফরাজির ছেলে সাইদ ফরাজি (৬৫) ও তার ছেলে রফিক ফরাজি (৩৫) এবং ট্রাস্ট চার্চ অব বাংলাদেশের ডিনারী সেনেটারী টমাস সঙ্কর বিশ্বাস (৫৭) ও ম্যানেজার ল্যান্ড স্বপন (৫৫) এর বিরুদ্ধে।
দক্ষিণ আইচা গণ স্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন কলোনীর সভাপতি শিরাজুল ইসলাম,পারুল বেগমসহ একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, চার একর জমির ওই কলোনিতে প্রায় ভোগ বসতি করা ৫৪টি পরিবারের জন্য একটি দিঘি/বড় পুকুরসহ অন্যান্য জলাশয়ের লাখ লাখ টাকার মাছসহ ফলদ গাছের ফলাদি, নারিকেল সুপারী বিক্রি করে চার্চ অব বাংলাদেশের নাম ব্যবহার করে প্রতিনিধি পরিচয় দিয়ে দির্ঘ বছর যাবত সাইদ ফরাজি ও তার ছেলে রফিকুল ফরাজিসহ অন্যান্যরা মিলে একতাবদ্ধ হয়। এছাড়াও সাইদ ফরাজি গং শঙ্কর বিশ্বাস ও স্বপনের কু-বুদ্ধিতে আমাদেরসহ অন্যন্য গৃহস্তদের তফসিল ভুক্ত চার্চ অব বাংলাদেশের চেয়ারম্যানের নামের ওই চার একর জমির ঘরভিটি এবং গাছগাছালি দলিলাদি করে দেয়ার প্রলোভন দেখায়। যা মূলত চার্চ অব বাংলাদেশ কোস্ট ট্রাস্টেও মাধ্যমে পরিচালনার জন্য চুক্তিবদ্ধ। আমরা ও আরও একাধিক কলোনিতে বসবাসকারীগণ না বুঝে টমাস শঙ্কর ও স্বপনসহ ফরাজিগংদের সৎ মনে করে বিশ্বাস করি। এবং ঘর ভিটি রেজিস্ট্রির মাধ্যমে দলিলাদি করে দেয়ার নাম করে ফরাজি গংরা আমাদের কাছ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা নেয়।
কলোনী বাশিন্দা তোফায়েল,জাহাঙ্গির,শহে আলম,রহিমা বেগম,সফুরা খাতুনসহ একাধিক ব্যাক্তির কাছ থেকেও সাইদ ফরাজি গং জন উন্নয়নে বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট পরিচালিত ওই জমি বিক্রির নাম দিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তারা অভিযোগ করেন।
কোস্ট ট্রাস্ট ভোলা সহকারি পরিচালক রাসিদা বেগম জানান, উপকূলীয় অসহায় দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠির সেবার জন্য ওই কলোনীর মূল মালিক চেয়ারম্যান ডায়োসিসান ট্রাস্ট এর পক্ষে চেয়ারম্যান চার্চ অব বাংলাদেশ ওই ভূমিটি পরিচালনার জন্য কোস্ট ট্রাস্ট ভোলাকে দায়িত্ব দেয়। এবং কোস্ট ট্রাস্ট ওই কলোনির ৫৪টি পরিবারকে পুর্নবাসন করে খাদ্য শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে।
সেখানে কোস্ট ট্রাস্টের অগচরে সাইদ ফরাজি গংসহ অন্যান্যরা মিলে জোটবদ্ধ হয়ে অসহায় পরিবারগুলোর টাকাপয়সা ও নানাবিধ মাছ,ফলদসহ সবর্¯^ লুট করার একাধিক তথ্য রয়েছে।
লুটেরাদের হামলা ও হুমকিতে এসব সর্বস্ব হাড়ানো অসহায় পরিবারগুলো জড়িত লুটেরাদের বিরুদ্ধে দক্ষিণ আইচা ও চরফ্যাশন সদর থানায় সাধারণ ডায়রিসহ উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছে যা চলমান রয়েছে।