স্পোর্টস ডেস্ক:
একাধিক চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে এই টেস্ট সিরিজে টাইগারদের প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব পাওয়ার কথা ছিল লিটন দাসের। তবে সদ্য বাবা হওয়ায় এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে শান্তকে। এছাড়া এই সিরিজের দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ হাসান মুরাদ এবং হাসান মাহমুদ। শনিবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
প্রথম বিভাগ ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবার জাতীয় দলের রাডারে এসেছেন হাসান মুরাদ। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেক হওয়ার পর থেকে ২৫ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি।
দিপু দুর্দান্ত খেলছেন বহুদিন ধরেই। তবে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ মিলছিল না এবার এলো সেই সুযোগ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হলেও টেস্টে এবারই প্রথম ডাক পেলেন হাসান মাহমুদ।
এই সিরিজে দলে ফিরেছেন স্পিনার নাঈম হাসান, নুরুল হাসান সোহান। এছাড়া চোটের কারণে আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
কিউইদের বিপক্ষে এই সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সিলেটে ২৮ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ নভেম্বর, ঢাকায়। এই দুই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।
নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু। হোসেন দিপু, হাসান মোরাদ।