হোম জাতীয় চবির ঝর্ণায় গোসলে নেমে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নেমে ডুবে প্রাণ গেল রাকিবুল রশিদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীর।

রোববার ( ১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে চবির ঝর্ণায় এ ঘটনা ঘটে। তবে এক ঘণ্টা পরই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তার মরদেহ উদ্ধার করে। মৃত জিসান রেলওয়ে পাবলিক হাইস্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

মৃত জিসানের বন্ধুরা জানায়, সকালের ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরতে আসে সাত বন্ধু। তারা সবাই রেলওয়ে পাবলিক হাইস্কুলের। ক্যাম্পাসের বিভিন্ন স্থান দেখা শেষে বেলা ১১টায় তারা ঝর্ণা দেখতে যায়। এ সময় পানিতে নেমে ছবি তুলছিল বন্ধুরা। সাঁতার না জানার কারণে জিসান হঠাৎ স্রোতে তলিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এক ঘণ্টার অভিযানে জিসানের নিথর দেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, দুই পাহাড়ের মাঝখানে ঝুঁকিপূর্ণ ঝর্ণায় সাঁতার কাটতে নেমে জিসান তলিয়ে গিয়েছিল। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। এ সময় হাটহাজারী থেকে একটি ইউনিট এসে তার মরদেহটি উদ্ধার করে।

এর আগেও অনেকবার এই পাহাড়ি ঝর্ণায় গোসল করতে নেমে প্রাণ গেছে শিক্ষার্থীদের। ২০১৫ সালের ১৭ অক্টোবর এ ঝর্ণায় দুজন শিক্ষার্থী প্রাণ হারান। এরপর থেকে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে শিক্ষার্থীদের চলাচল নিষিদ্ধ করে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে চবির সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ঝর্ণার এলাকাটা অনেক আগে থেকেই নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে কাঁটাতার দেয়া হয়েছে। ছেলেগুলো কাঁটাতার ডিঙিয়ে গোসল করতে নামার কারণে এ দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন