নিজস্ব প্রতিনিধি :
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে তিনটি’তে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার আটুলিয়া, রমজাননগর ও কাশিমাড়ী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে তারা জামানত হারিয়েছেন।
জামানত বাজেয়াপ্ত হওয়া তিন প্রার্থী হলেন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা (রাঃ বিঃ) রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহানুর আলম ও কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমশের ঢালী।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আটুলিয়া ইউনিয়নে মোট ২০ হাজার ৮০৭টি ভোট পড়লেও আওয়ামী লীগের প্রার্থী গাজী কামরুল ইসলাম মাত্র ৬৯৩ ভোট পেয়েছেন। একইভাবে রমজাননগর ইউনিয়নে মোট ১৫ হাজার ২৬টি ভোট পড়লেও সেখানে নৌকার প্রার্থী পেয়েছেন মাত্র ৬৯৫ ভোট।
এছাড়া কাশিমাড়ী ইউনিয়নে মোট ১৭ হাজার ১১৭টি ভোট পড়লেও আওয়ামীলীগের প্রার্থী সমশের ঢালী পেয়েছেন মাত্র ১ হাজার ৫২৬ ভোট। ফলে তিনিও জামানত হারিয়েছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় কারা জামানত হারিয়েছেন সেটি হিসাব করা হয়নি। তবে কাস্ট হওয়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেয়ে থাকলে ওই প্রার্থী জামানত হারিয়েছেন বলে বিবেচিত হবে বলে তিনি জানান।