অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গত ৯ আগস্ট নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের রোষানলে পড়েছিলেন তিনি।
শনিবার (১৭ আগস্ট) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয় চট্টগ্রাম-১১ আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, শনিবার ভোরে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার হন এই আওয়ামী লীগ নেতা। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেওয়ানহাটে গুলিতে ও বোমা বিস্ফোরণে আহত হন এরশাদ নামে এক ব্যক্তি। ওই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি এম এ লতিফ।
আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কোনো কথা বলতে রাজি হননি। অন্যদিকে রিমান্ডের আগে ও পরে আসামির স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী।