জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কারারক্ষীসহ বেশ কয়েকজন কয়েদি আহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে থেমে থেমে এক ঘণ্টা কারা অভ্যন্তরে চলে গোলাগুলি। পরে সেনাবাহিনীসহ কারারক্ষীরা রাবার বুলেট ছুঁড়েন এবং ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করেন।
চট্টগ্রাম কারাগারের জেল সুপার জানান, জুমার নামাজের পর কিছু কয়েদি পালিয়ে যাওয়ার জন্য বিশৃঙ্খলা করে। এ সময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোন আসামী পালিয়ে যায়নি বলে দাবি করেন তিনি।
জানা গেছে, বর্তমানে কারাগারের নিরাপত্তায় কারারক্ষীর পাশাপাশি সেনা সদস্য মোতায়েন রয়েছে। চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া শতাধিক আসামি ছাড়াও জঙ্গি, কুকি-চিনসহ বিভিন্ন মামলার কয়েক হাজার আসামি রয়েছে।