জাতীয় ডেস্ক :
চট্টগ্রামে বিএনপির সমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তার বক্তব্যে একাত্তরের রাজাকারদের স্লোগান দিয়েছেন, ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’; আর সমস্ত বিএনপি নেতা সেই স্লোগানে অংশ নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি।
মির্জা আজম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ১৯৭১ সালে কুখ্যাত রাজাকার ছিলেন। মির্জা ফখরুল নিজেও একাত্তরে ভারতে গিয়েছিলেন; কিন্তু ভারতের মুক্তিযোদ্ধারা তাকে বিশ্বাস করেননি। তাকে আটক রাখা হয়েছিল, তার গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছিল। তাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা ট্রেনিং কিছুতেই অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তার পিতা ১৬ ডিসেম্বরের পর দেশে থাকতে পারেননি। ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ১৯৭৫ সালের পর দেশে এসেছিলেন।
তিনি বলেন, ‘আজ বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে একাত্তরের রাজাকাররা। ২০০৯ সালে বাংলাদেশ অর্ধেকরও বেশি বাড়িঘর ছিল কুঁড়েঘর, ছনের ঘর। আজকের বাংলাদেশে যদি পত্রিকার বিজ্ঞাপনও দেয়া হয় তবুও মিউজিয়ামে রাখার জন্য একটি কুঁড়েঘর পাওয়া যাবে না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মণ্ডলসহ গাজীপুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।