হোম খেলাধুলা চট্টগ্রামে ঝিনুকের আদলে ইনডোর ক্রিকেট কমপ্লেক্স

খেলাধূলা ডেস্ক :

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধন করা হলো নবনির্মিত ইনডোর ক্রিকেট কমপ্লেক্স। ১৩ কোটি টাকা ব্যয়ে ঝিনুকের আদলে নির্মিত এ আধুনিক কমপ্লেক্স নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে সিডিএ এবং গণপূর্ত মন্ত্রণালয়। সবার আশা, আধুনিক এই ক্রিকেট ফ্যাসিলিটিজ নতুন দিনের সূচনা ঘটাবে চট্টগ্রামের ক্রিকেটে।

সাগরের পাড়ে এক টুকরো ঝিনুক- দূর থেকে দেখলে এমনই মনে হবে সাগরিকার স্টেডিয়াম ঘেঁষা ইনডোর ক্রিকেট কমপ্লেক্সটিকে। ২০০৬ সালে আইসিসির অনুমোদন পেলেও সবে এর কাজ শেষ হয়েছে। হোম অব ক্রিকেটের আগে তাদের হাত দিয়েই আধুনিক ইনডোর যুগে প্রবেশ করল বাংলাদেশের ক্রিকেট।

২০২০ সালে জাইকার অর্থায়নে এর কাজ শুরু করে সিডিএ। পরে করোনার কারণে কিছুটা দেরি হলেও এখন ইস্পাত আর বিশেষায়িত কাঁচের তৈরি ঝিনুক ইনডোর চট্টলার গর্ব। ১৪২ ফুট দৈর্ঘ্য এবং ৫৮ ফুট প্রস্থের আধুনিক এই কমপ্লেক্সে রয়েছে দুটি ইউনিম্যাট এবং দুটি গ্রাস টার্ফ। একসঙ্গে চারজন ব্যাটার এবং বোলার অনুশীলন করতে পারবেন এখানে।

ক্রিকেট ভেন্যু হিসেবে ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান। কিন্তু তারপরও কম ম্যাচ পাওয়ার আক্ষেপে পুড়ে এখানকার সমর্থকরা। এবার সে আফসোস ঘুঁচবে বলে মনে কারেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ইনডোরের পর এবার বিসিবির টার্গেট অ্যাকাডেমি ভবন। ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা গণপূর্তের হাতে তুলে দিয়েছে সংগঠনটি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন