জাতীয় ডেস্ক :
চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পার্শ্ববর্তী চারটি কাঁচাপাকা ঘর পুড়ে যায়।
রোববার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ঝুট হওয়ায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় গোডাউনের পাশে থাকা চারটি কাঁচাপাকা ঘর আগুনে পুড়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় ঘর থেকে কোনকিছুই বের করা সম্ভব হয়নি। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান জানান, ঝুটের গোডাউন থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গোডাউনের পাশে থাকা কয়েকটি ঘরও এ সময় পুড়ে যায়। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।