হোম জাতীয় চট্টগ্রামে আবারও বাসে আগুন, ২ গাড়ি ভাঙচুর

জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় একটি বাসে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন অবরোধকারীরা।

ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় এবি ট্রাভেলসের কয়েকটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। তবে বাসে কোনো লোকজন ছিলেন না। এ সময় অবরোধকারীরা বাসে আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই এবি ট্রাভেলস আরও দুটি বাসে ভাঙচুর চালানো হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে বুধবার (১ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেন অবরোধকারীরা।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন