হোম রাজনীতি চক্রান্তের ধাপ পেরিয়ে শুভ শক্তির জয় হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

চক্রান্তের ধাপ পেরিয়ে শুভ শক্তির জয় হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 143 ভিউজ

রাজনীতি ডেস্ক:

অনেকগুলো চক্রান্তের ষড়যন্ত্রের ধাপ পেরিয়ে শুভ শক্তির জয় হয়েছে। ভবিষ্যতেও যদি কোনও চক্রান্ত থাকে এই শুভ শক্তিরই জয় হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

তিনি বলেছেন, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত এবং অনাদিকাল পর্যন্ত অসুরের সঙ্গে সুরের যুদ্ধ হবেই। অসুরের সঙ্গে সুরের যুদ্ধ বরাবরই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা মনে করি যে, আজকে অশুভ শক্তি বলে একটি শক্তি আছে, শুভ শক্তি বলেও একটি শক্তি আছে। এই দুই শক্তির লড়াই বরাবরই থাকে। সুতরাং চূড়ান্ত বিজয়ে শুভ শক্তিরই বিজয় হয়।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান আরও বলেন, ফরিদপুরের উন্নয়নে জেলা প্রশাসক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা করেছেন। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ফরিদপুরটা ভিন্ন ধর্মী হবে। কৌশলগত কারণে এই প্রকল্পগুলো এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে না। কাজ শুরু হলে সকলকে জানানো হবে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ জেলার সকল সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন