হোম অন্যান্যসারাদেশ ঘূর্নিঝড় আম্পানের তান্ডবে কলারোয়ায় নিহত কামিনীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন ইউএনও

ঘূর্নিঝড় আম্পানের তান্ডবে কলারোয়ায় নিহত কামিনীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন ইউএনও

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

প্রলয়ংকারী ঘূর্নিঝড় আম্ফানের তান্ডবে কলারোয়ায় নিহত কামিনীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা নিহতের পিতা নূরুল ইসলামের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। গত ২০মে প্রলয়ঙ্কারী আম্ফান ঘূর্ণিঝড়ের তান্ডবে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের নিজ বসত বাড়ীর ঘর ও গাছ চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কামিনীর (২১)। ইউএনও অফিস সূত্রে জানা যায়, নিহত কামিনীর হতভাগ্য পিতা নুরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে সরকারি অনুদান হিসাবে ওই ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, নিহত কামিনীর চাচা ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন