জাতীয় ডেস্ক :
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে বা মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোররাতে আছড়ে পড়তে পারে। এটি দেশের ১৩টি উপকূলীয় জেলায় মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে।
উপকূলীয় অঞ্চল কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটার এলাকাজুড়ে এটি আঘাত হানতে পারে। যার গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ৫৪-৬২ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। সেই সঙ্গে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুটের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল’ খোলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে এই সেল। ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে নিবিড় তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
