হোম আবহাওয়া বার্তা ঘূর্ণিঝড় রিমাল: সরাসরি দেখুন গতিপথ

ঘূর্ণিঝড় রিমাল: সরাসরি দেখুন গতিপথ

কর্তৃক Editor
০ মন্তব্য 72 ভিউজ

আবহাওয়া ডেস্ক:

ঘূর্ণিঝড় রিমাল অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

শনিবার (২৫ মে) দুপুরে ঢাকার আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান এ আশঙ্কা প্রকাশ করেন।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সন্ধ্যার পরই ঘূর্ণিঝড় রিমালে রূপ নিতে পারে বলে জানান তিনি।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় ৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে।

মো. আজিজুর রহমান বলেন, ১ নম্বর থেকে নামিয়ে সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের সব নৌযানকে নিরাপদে তীরে ফিরতে বলা হয়েছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার প্রস্তুতি নিতে হবে।

এ আবহাওয়াবিদ বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। রোববার (২৬ মে) মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ড অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে। উপকূলীয় সব জেলাগুলোতে প্রভাব পড়বে।’

তিনি আরও বলেন, ‘বাতাসের গতি ১১০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। ২৪ ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হবে। তবে বরিশাল ও নোয়াখালীর দিকে বৃষ্টিপাত বেশি হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন