অনলাইন ডেস্ক:
দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে আম্ফান (AMPHAN) নামে একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। তবে বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি এখনও তৈরিই হয়নি। পরবর্তীতে তৈরি হলেও এপ্রিলে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এমনকি এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিয়ে নিম্নচাপ কিংবা লঘুচাপ পর্যায়ে এসেই শেষ হয়ে যেতে পারে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘এর নাম আম্ফান (AMPHAN)। এপ্রিলে এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই কম। এপ্রিলে সম্ভাবনা নাই-ই। মে মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে। তবে নাও হতে পারে, লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা আছে।’
advertisement
ওমর ফারুক আরও বলেন, ‘আম্ফান এখনও তৈরিই হয়নি। কিন্তু কোনো একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগেই নাম দেয়া থাকে।’