হোম অন্যান্যসারাদেশ ঘূর্ণিঝড় আম্পানে খলিষখালী গৃহহীন অসহায় বৃদ্ধর আকুতি

ঘূর্ণিঝড় আম্পানে খলিষখালী গৃহহীন অসহায় বৃদ্ধর আকুতি

কর্তৃক
০ মন্তব্য 99 ভিউজ

কিশোর কুমারঃ
তালার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাংগা গ্রামের অসহায় বৃদ্ধ ঈমান আলী সরদার (৬৫)
ও তার পরিবার মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে । শুক্রবার (১২ জুন) সরেজমিন গিয়ে দেখা যায়, একমাত্র আশ্রয়স্থল বসত ঘরটি সুপার সাইক্লোন আম্পানের আঘাতে বিধ্বস্থ হওয়ায় মানবেতর জীবন যাপন করছে তার পরিবারটি। ঘরটি ভেঙে যাওয়ায় নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন বৃদ্ধা ঈমান আলী সরদার, তার স্ত্রী রোকেয়া বেগম, একমাত্র কন্যা রেবেকা ও শিশু নাতনি। বর্তমানে তারা নিরুপায় হয়ে কাশিয়াডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় খুজে নিয়েছে। ইমান আলীর স্ত্রী রোকেয়া জানান, গত বছর
ঈমান আলী সরদার বছর স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে ছিল।
গ্রাম থেকে চেয়ে চেয়ে তাদের তিন বেলা কোন রকমে না খাওয়ার মত জিবন যাপন চলছিল। ভিটা বাড়ি ছাড়া আমাদের আর কিছুই নাই।

তিনি আরও বলেন, আমার স্বামী স্ট্রোক পর অনেক দিন অসুস্থ থাকায় আমার সংসারে নুন আনতে পানতা ফুরায়। আর্থিক ভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় বসত ঘরটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। থাকার জায়গা না থাকায় এখন এই স্কুলে থাকছি। সরকার থেকে কোন সহযোগিতা পেলে ঘরটি সংস্কার করতে পারতাম।

এ ব্যাপারে খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরের জন্য উপজেলায় নির্বাহী কর্মকর্তা বরাববর
আবেদন পাঠিয়েছি। এছাড়া এসিল্যান্ড মহাদয় কে সেনাবাহিনীর মাধ্যমে ঘর করে দেয়ার বিকল্প চেষ্টা করছি। পাশাপাশি ব্যক্তি সহায়তা ও করা হবে। সব মিলিয়ে আশা করি ৩-৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ী সংস্কার করে বাড়িতে ফিরাতে পারব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন