হোম অন্যান্যসারাদেশ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কলারোয়ায় দুই স্কাউটস সদস্যকে আর্থিক সহায়তা প্রদান

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কলারোয়ায় দুই স্কাউটস সদস্যকে আর্থিক সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কলারোয়ায় স্কাউটস ও কাব স্কাউট সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে রোববার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: হুসাইন শওকত।

তিনি ক্ষতিগ্রস্থ স্কাউটস সদস্য কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা উর্মি ও কাব স্কাউট কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র কাজী রেজওয়ান আজমকে ১(এক) হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু, সহ.সভাপতি প্রধান শিক্ষক মুজিবুর রহমান, স্কাউটস লিডার মাস্টার মনিরুজ্জামান, কাব লিডার মাস্টার অনুপ কুমার ঘোষসহ অতিথিবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন