জাতীয় ডেস্ক :
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাকির হোসেন (২৮)। তিনি ওই গ্রামের আমজাদ মণ্ডলের ছেলে।
জাকিরের বড় ভাই শাহ জামান জানান, ঘাস কাটতে বেলা সাড়ে ১১টার দিকে মাঠে যান জাকির। বৃহস্পতিবার রাতে কালবৈশাখি ঝড়ের কারণে মাঠে বিদ্যুৎচালিত সেচ পাম্পের তার ছিঁড়ে ধানক্ষেতের আইলে পড়ে ছিল। বুঝতে না পেরে ওই তারের ওপর পা দিলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন জাকির। পরে মাঠে থাকা লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রাণী সাহা বলেন, হাসপাতালে আনার আগেই জাকির হোসেন মারা গেছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।