হোম জাতীয় ঘরের মেঝেতে পড়ে ছিল বিলকিসের মরদেহ, মালামাল লুট

জাতীয় ডেস্ক:

বরগুনার বেতাগীতে নিজ বসত ঘর থেকে বিলকিস বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ঘরের জানালা ভাঙা ও ঘরের সব মালামাল ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বেতাগী উপজেলা মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিলকিস বেগম মাছুয়াখালী গ্রামের মরহুম আব্দুল মান্নানের স্ত্রী। ময়নাতদন্তের জন্য বিলকিস বেগমের মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার সময়ও ঘুম থেকে না জাগায় বিলকিস বেগমের ঘরে গিয়ে তাকে ডাক দেন প্রতিবেশীরা। এ সময় কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে তাকালে সব কিছু এলোমেলো দেখতে পান তারা। পরে ঘরের অন্যপাশের একটি জানালা ভাঙা এবং বিলকিস বেগমকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিলকিস বেগমের প্রতিবেশী এনামুল হক বলেন, ‘অনেক বেলা হওয়ার পরও বিলকিস বেগম ঘর থেকে বের হননি। পরে তার ঘরে গিয়ে ডাক দিলে তিনি কোনো সাড়াও দেননি। এরপর ঘরের অন্যপাশে একটি জানালা ভাঙা দেখতে পাই এবং বিলকিস বেগমকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। তিনি ঘরে একাই থাকতেন।’

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় তদন্ত শুরু করেছি আমরা। এরইমধ্যেই কয়েকজন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন