হোম আন্তর্জাতিক ঘরমুখো ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

শুক্রবার সকালে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরই প্রিয়জনদের খোঁজে বাড়িঘরের উদ্দেশে রওনা হয়েছেন ফিলিস্তিনিরা। তবে তাদের দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। আর যারা ইসরায়েলি নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে যাওয়ার চেষ্টা করছে তাদের গুলি করছে নেতানিয়াহু বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাস দক্ষিণ থেকে উত্তর গাজায় বেসামরিক লোকদের প্রবেশে উৎসাহিত বা চাপ দেওয়ার চেষ্টা করবে। তবে বেসামরিক মানুষদের ঠেকাতে প্রস্তুতি নিয়ে রেখেছে সেনারা।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রবেশ করতে নিষেধ করেছে ইসরায়েল। এ জন্য তারা দক্ষিণ গাজায় লিফলেট বিতরণ করেছে।

তবে ইসরায়েলি এই সতর্কবার্তা আমলে নেয়নি ফিলিস্তিনিরা। শত শত ফিলিস্তিনি দল বেঁধে উত্তর গাজায় প্রবেশের চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজায় প্রবেশের চেষ্টা করায় সাত ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অনেককে দক্ষিণ গাজার হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে এপির এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আর পায়ে গুলি লেগে আরও ১১ ফিলিস্তিনি আহত হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন