হোম খেলাধুলা গড়ে ১১ বলে একবার ফজলহকের শিকার তামিম!

খেলাধূলা ডেস্ক:

ফজলহক ফারুকির প্রিয় শিকার কে? – এই প্রশ্নের উত্তর এতদিনে সবার জানা হয়ে গেছে। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে আরও একবার প্রিয় শিকারের হন্তারক হয়েছেন ফজলহক। ফুল লেন্থের বলে হালকা আউট সুইংয়ে পরাস্ত করে ক্যাচ বানিয়েছেন উইকেটকিপারের। ফজলহকের সেই প্রিয় শিকার হলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এই নিয়ে টানা চতুর্থবার তামিম ইকবালকে আউট করলেন আফগান পেসার ফজলহক ফারুকি। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের উইকেটটি নিতে এই আফগান পেসারকে খরচ করতে হয়েছে মোটে ১৩টি বল। দুদলের দেখা হওয়া সবশেষ চার ম্যাচেই তামিমের উইকেট নিয়েছেন ফজলহক। একই রকম ফুল লেন্থের বলেই।

বাঁহাতি পেসারের ভেতরের দিকে আসা বলে তামিমের দুর্বলতা সর্বজনবিদিত। আগেরভ তিনবার ঠিক সে রকম বলেই তাকে শিকার করেছিলেন আফগানিস্তানের এই বাঁহাতি পেসার। ২০২২ সালে একই মাঠে হওয়া আগের সিরিজে ভেতরে আসা বলে দুইবার এলবিডব্লিউ হয়েছিল তামিম। একই সিরিজের তৃতীয় ম্যাচে অবশ্য বোল্ড হয়েছিলেন। সেই তিন ম্যাচেই তামিমকে আউট করতে একই রকমের বল করেছিলেন ফজলহক – ফুল লেন্থ থেকে ফুল লেংথ থেকে বল ভেতরে সুইং করিয়ে প্যাড কিংবা স্টাম্প টার্গেট করে বল করে যাওয়া।

এদিন একই কৌশলে বল শুরু করেছিলেন ফজলহক। তামিমকে করা প্রথম বলটাই ছিল ফুল লেন্থের। তবে লাইন ঠিক ছিল না। বল তামিমের প্যাড ছুঁয়ে যায় লেগ সাইডে। সেই সুযোগে একটি রান নেন নিয়ে প্রান্ত বদল করেন তামিম। তবে ১৩তম বলে তামিম ফের বিভ্রান্ত। ফুল লেন্থের বলটা ছোট সিমে মুভমেন্ট করে বাইরে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু যাওয়ার আগে কাট করতে যাওয়া তামিমের ব্যাটে চুমু খেয়ে যায়। আউট হওয়ার আগে তামিম তার ১৩ বল মোকাবেলা করে করেছেন ৬ রান।

বাঁহাতি পেসারদের বিপক্ষে তামিমের রেকর্ড এমনিতেই খারাপ। ফজলহকের বেলায় সে রেকর্ডটা আরও বাজে। এখন পর্যন্ত তার করা ৪৬টি বল মোকাবেলা করেছেন তামিম। তাতে রান করেছেন ২০, বাউন্ডারি মোটে ৩টি। তবে আউট হয়েছেন ৪ বার। গড়ে সাড়ে ১১ বল করেই একবার করে তামিমের উইকেট পেয়েছেন এই পেসার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন