নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে গ্রেজেটেড জুলাই শহীদ রবিউল ইসলাম কে ভূয়া শহীদ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর বিরুদ্ধে আইনী পদক্ষেপের ঘোষনা শহীদ পরিবারের। বুধবার(১৭সেপ্টেম্বর)দুপুরে শহীদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে একথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,গত ১৫ সেপ্টেম্বর “দৈনিক প্রথম আলো” অনলাইন এবং প্রিন্ট ভার্সনে ৫২ ভূয়া শহীদ হিসেবে একটি সংবাদ প্রকাশ করে। এই সংবাদের মধ্যে শহীদ রবিউল ইসলাম কে (গ্রেজেট–৩৭৪ নং) কে ভূয়া শহীদ উল্লেখ করা হয়। প্রথম আলো তার সংবাদে উল্লেখ করেছে“ অভ্যূত্থানের পর রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এলোপাথাড়ি গুলি করেছে,তার ছোড়া গুলিতে একজন শিশু আহত হয়,গুলি শেষ হয়ে গেলে তিনি পালিয়ে যাবার চেষ্টা করেন,তখন তাকে মারধোর করে পিটিয়ে মারে। এরপর লাশ গাছে বেধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়।” প্রথম আলোর এহেন মিথ্যা–ভিত্তিহীন তথ্যের উপর ভর করে সংবাদ প্রকাশের জন্য কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলা হয়।
সংবাদ সম্মেলনে আহত জুলাই যোদ্ধা শেখ মোস্তাফিজ (সভাপতি,জুলাই বিপ্লবি যুব সংগঠন) জানান,প্রথম আলো ঐ প্রতিবেদনে তৎকালীন গনমাধ্যমে প্রকাশের তথ্যকে সোর্স হিসেবে বললেও কোন কোন গনমাধ্যমের কোথায় প্রকাশ হয়েছে সেটা বলেনি। প্রথম আলো নির্ভলযোগ্য সূত্র ছাড়া প্রতিবেদন প্রকাশ করে জূলাই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত আছে।
রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার আবেগপ্রবণ হয়ে বলেন,তখন আমি সন্তান সম্ভাবা,সেই থেকে ট্রমাটাইজ আছি,আমি এখনও সেই যন্ত্রনা বয়ে বেড়াচ্ছি। কেউ যদি প্রমান করতে পারে সে(রবিউল) আন্দোলনের সাথে জড়িত ছিলো না,গুজবই সঠিক তাহলে গ্রেজেট থেকে তার নাম বাদ দিয়ে দিন,কিম্বা যে কোন শাস্তি মেনে নেবো। কিন্তু প্রথম আলো আমাদের কোন বক্তব্য ছাড়া যে গুজব ছড়ালো তারজন্য তাকে ক্ষমা চেয়ে সংবাদ প্রচার করতে হবে,তা না করলে আমরা প্রথম আলোর বিরুদ্ধে লিগ্যান একশানে যাব।
সংবাদ সম্মেলনে জুলাই শহীদ রবিউল ইসলারে স্ত্রী সাবরিনা আক্তার,রবিউলের শিশু সন্তান সাহাল ইবনে রবিউল,রবিউলের চাচা আহমেদ সাঈদ টুলু, জাতীয় যুব শক্তির যুগ্ন আহবায়ক মাহামুদা সুলতানা রিমি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের সাবেক আহবায়ক আব্দুর রহমান মেহেদী উপস্থিত ছিলেন।