হোম খেলাধুলা গ্রেগ চ্যাপেলের চোখে বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে যারা

স্পোর্টস ডেস্ক:

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের জন্য বাকি কেবল ৪৪ দিন। তবে অনেক আগে থেকেই বিশ্বকাপ নিয়ে নানান সমীকরণ শুরু হয়ে গেছে।

সমীকরণ মেলানোর তালিকায় সাবেক ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন বিশ্লেষকরাও। এবার এ তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। বিশকাপে অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালিস্ট চার দলকে বেছে নিয়েছেন চ্যাপল।

চ্যাপেলের চোখে আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দল হলো: ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে এমনটাই জানান অজি এই তারকা।

চ্যাপেল বলেন, ‘বিশ্বকাপটি ভারতে অনুষ্ঠিত হবে। সে হিসেবে আমার মতে নিজেদের মাটিতে ভারত অবশ্যই ফেবারিট। বাকি তিন দল হিসেবে আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে বেছে নিয়েছি। আমি এই চারটি দলের পক্ষেই বাজি ধরব।‘

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস শেষ চারের জন্য আমার বাছাই করা চারটি দলই যোগ্য। অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা ও পরিস্থিতি বিশ্লেষণ করে দলগুলো বাছাই করেছি আমি। তবে যেহেতু বিশ্বকাপের মঞ্চ, তাই এককভাবে কাউকে এগিয়ে রাখা কঠিন।‘

এর আগে ওয়াসিম আকরাম, মুরালিধরন, শেবাগ, ক্লাকের মতো সাবেকরা তাদের ভবিষ্যদ্বাণী করেছেন। সবার সেরা চারের মধ্যেই স্বাগতিক ভারতকে রেখেছে। এবার চ্যাপলও স্বাগতিকদের দেখছেন সেমিতে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, যা ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তাদের দখলে রয়েছে ৫টি বিশ্বকাপ। তবে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন