হোম অর্থ ও বাণিজ্য গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে বিইআরসি

গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে বিইআরসি

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

অনলাইন ডেস্ক:
গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানি বাতিলের দাবিতে হট্টগোল করেছে অংশীজনরা।

নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে (ক্যাপটিভ) সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) গ্যাসের বিল অর্ধেক করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

সেই প্রস্তাবের উপর বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে বিইআরসি। তবে এর তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত। যার ফলে সার্বিকভাবে ব্যাহত হবে দেশের অর্থনীতি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন