হোম খেলাধুলা গ্যাবায় বাংলাদেশের প্রথম ম্যাচ, সেখানে রান কেমন হয়

খেলাধূলা ডেস্ক :

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড। যার নিক নেইম গ্যাবা। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এই ভেন্যুর দর্শক ধারণ ক্ষমতা ৩৬ হাজার। অস্ট্রেলিয়ার বিখ্যাত এই গ্রাউন্ডে প্রথমবারের মতো খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

রৌদ্রজ্জ্বল ব্রিসবেন। ঝকঝকে এই শহরের বুকে বর্ণিল এক স্টেডিয়াম ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড। যা বেশি পরিচিত গ্যাবা নামে। মূলত উলুংগ্যাবা শহরতলীর নামানুসারে ভেন্যুটির নাম হয়েছে গ্যাবা।

কুইন্সল্যান্ডের বিভিন্ন স্পোর্টসের আঁতুড়ঘর এই ভেন্যু। ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য দর্শক ধারণ ক্ষমতা আগে ছিল ৪২ হাজার। তবে ইলেট্রনিক স্কোরবোর্ড স্থাপন আর অন্যান্য ফ্যাসিলিটির জন্য পরে তা কমিয়ে ৩৬ হাজার করা হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, রাগবি, অ্যাথলেটিক্স, বেইসবলের জন্যও এই স্টেডিয়ামটি ব্যবহার করা হয়।

এর আগে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্যাবায়। দুইশোর বেশি স্কোর হয়েছে একবার। অস্ট্রেলিয়ার করা ২০৯ রান এখানকার সর্বোচ্চ।

মাঠের বাউন্ডারি পরিমাপ হচ্ছে- পূর্বে ৮২, পশ্চিমে ৬৮, উত্তরে ৬৩ আর দক্ষিণে ৭৩ মিটার। এগুলো মাথায় রেখেই ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশ দলকে।

লাল-হলুদ-আকাশী গ্যালারি বাংলাদেশি সমর্থকে পরিপূর্ণ না থাকলেও ঐতিহ্যবাহী গ্যাবার ২২ গজে নামার আগে নিশ্চয়ই রোমাঞ্চিত ক্রিকেটাররা।

টানা ভ্রমণ আর ম্যাচের চাপ আছে হারের ব্যর্থতা। সব মিলিয়ে ক্লান্ত এক দল বাংলাদেশ। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নামছে উজ্জীবিত জিম্বাবুয়ের বিপক্ষে। রোববার (৩০ অক্টোবর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

বড় হারের অভিজ্ঞতা ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের প্রত্যাশা টাইগারদের। উইকেটের বিবেচনায় একাদশে আসতে পারে পরিবর্তন। দুই দলের মুখোমুখি দেখায় ১২টি জয় রয়েছে বাংলাদেশের আর ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। সাম্প্রতিক সময়ে খেলা ম্যাচে ৩টিতে আফ্রিকার দেশটি আর ৭টিতে টাইগারদের জয় রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন