নিউজ ডেস্ক:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতাযুদ্ধে এদেশের ‘সূর্যসন্তান’ বলায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার এ ঘটনা ঘটে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।
ছাত্রদল, ছাত্রশিবির ও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয়। কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রিত অতিথির বক্তব্য শেষে বেলা ১১টার দিকে বক্তব্য দেয় ছাত্রদল। এরপর বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান। তিনি বক্তব্যের শুরুতে শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করেন। এরপর দলের সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতাযুদ্ধে এদেশের ‘সূর্যসন্তান’ উল্লেখ করে বক্তব্য দেন। এ নিয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঙ্গে মামুন আল হাসানের তর্কবিতর্ক শুরু হয়। ছাত্রদলের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেওয়া হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা হট্টগোল ও হাতাহাতি শুরু করেন। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘ছাত্রশিবিরের এই বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি। তারা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে স্বাধীনতাযুদ্ধের সূর্যসন্তান বলেছেন অনুষ্ঠানে। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। আগামীতে যদি আবারও তারা এমন বক্তব্য দেয় আমরা দাঁতভাঙা জবাব দেবো।’
কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘অনুষ্ঠানটি মূলত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল। কিন্তু ছাত্রদলের নেতা আমাদের নিয়ে মিথ্যাচার করেছেন। তারা জামায়াত শিবির ও সংশ্লিষ্ট ঘটনার প্রসঙ্গে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। অনুষ্ঠান পণ্ড করার জন্য পূর্বকল্পিতভাবেই এমন ঘটনা ঘটিয়েছে ছাত্রদল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
