হোম খেলাধুলা গুলশান ক্লাব কিনছেন তামিম!

গুলশান ক্লাব কিনছেন তামিম!

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আরও কিছু দিন ঘরোয়া ক্রিকেট খেলবেন তিনি। ঘরোয়া ক্রিকেটে খেলা অবস্থায় সংগঠক হিসেবে নিজেকে প্রস্তুত করার চেষ্টাতেও আছেন দেশসেরা এই ওপেনার। ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় বেশ খানিকটা এগিয়ে গেছেন। ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম।

গুলশান ক্রিকেট ক্লাব ছিল বেক্সিমকো গ্রুপের। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। তামিম থাকবেন সহ-সভাপতি পদে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে। সভাপতি মিজানুর রহমানও ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মালিকানায় থাকা ২৩টি ক্লাবের মালিকানা পেতে চেষ্টা করছেন কেউ কেউ। তামিম-মিজান সে পথে না গিয়ে টাকা বিনিয়োগ করে ক্লাবের মালিকানা কিনেছেন বেক্সিমকো স্পোর্টসের কাছ থেকে।

তামিমের আগে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সাকিব আল হাসান। মোহামেডান ক্লাবের সদস্য তিনি। বিসিবির নির্বাচন সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই হয়তো ক্লাবে বিনিয়োগ করবেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ। দীর্ঘ এক যুগ আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করা সুজন এবার এখানে এসেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন