হোম জাতীয় গুম ও আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

গুম ও আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

অনলাইন ডেস্ক:
উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুম ও আয়নাঘরের সংস্কৃতি শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল। শেখ মুজিব যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, সেটিই বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিরোধীদের দমন করেছিলেন, শেখ হাসিনাও সেই একই পথ অনুসরণ করেছেন। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন-পালন করেছেন তিনি।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাহফুজ আলম বলেন, ‘যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে, সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।’

দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা বলেন, ‘মানুষের প্রত্যাশা ছিল একটি নতুন ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থার, যা আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। তবে সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়। শুধু নির্বাচন ও সংস্কার করলেই সব সমস্যার সমাধান হবে না। নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন