হোম আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জন ব্রিটিশ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করেছে মস্কো। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এই বিষয়টি জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, লন্ডনের ব্রিটিশ পররাষ্ট্র দফতর বিভাগ পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার জন্য নির্দিষ্ট একটি দলকে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন ও উসকে দেয়ার দায়িত্ব পালন করছিলো অভিযুক্তরা। যার কারণে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত হয়।

রাশিয়ার সম্প্রচারমাধ্যমগুলোতে এই ৬ ব্রিটিশ কূটনীতিকের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। এমনকি তাদের ছবিও দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এফএসবির এক কর্মকর্তা রুশ রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রসিয়া-২৪ টিভিকে বলেছেন, ব্রিটিশরা রাশিয়ার অভ্যন্তরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের ইঙ্গিত আমলে নেয়নি। তাই আমরা শুরুতে এই ছয়জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন