বিনোদন ডেস্ক :
পানমসলার বিজ্ঞাপন করে ভক্তদের চাপের মুখে ক্ষমা চেয়েছেন অক্ষয়। অন্যদিকে অজয় বলছেন, এটি তার নিজস্ব সিদ্ধান্ত। আর শাহরুখ এখনো চুপ।
পানমসলার একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান, অজয় দেবগন ও অক্ষয় কুমারকে। আর সে থেকেই বিতর্কের মুখে পড়েছেন এই তারকারা। সবাই বলছেন, তারকাদের সবাই অনুসরণ করে, তারাই যদি এমন পানমসলা বা নেশাজাতীয় দ্রব্যের বিজ্ঞাপনে অংশ নেন, তাহলে তাদের ভক্তরা কী শিখবেন তাদের কাছ থেকে।
ভক্তদের এমন নেতিবাচক মন্তব্যে অবশেষে নতিস্বীকার করেছেন অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে সেই পানমসলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে অজয় দেবগন সাফ জানিয়ে দিয়েছেন, এটি তার নিজস্ব সিদ্ধান্ত। তবে এত কিছুর পরও চুপ শাহরুখ খান। তিনি এ বিষয়ে এখনো মুখ খোলেননি।
বলিউডের এই তিন বড় তারকা ছাড়াও এর আগেও এ ধরনের পানমসলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল বিগ বি অমিতাভ বচ্চনকে। এবার সেই সবকিছুর জন্য অন্যভাবে সমালোচনার শিকার হতে হয়েছে বলিউডের এই চার তারকাকে। পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজের পান-গুটখার পিকের দাগে ভরা একটি ছবি দিয়ে শাহরুখ, অজয়, অক্ষয় ও অমিতাভ বচ্চনের কাছে জবাব চাইলেন আইএএস-এর কর্মকর্তা অহর্নিশ সরণ। টুইটারে তারকাদের ট্যাগ করে তিনি লিখেছেন: ‘কলকাতা পোর্ট ট্রাস্ট বলেছে যে গুটখার পিক ৭০ বছরের পুরোনো, সেতুটিকে ক্ষয় করে ফেলছে। হাওড়া ব্রিজ গুটখাখোরদের আক্রমণের শিকার।’
২০২১ সালের ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমসলার মতো তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।
সূত্র: টুইটার