জাতীয় ডেস্ক:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, গাড়ির চালকদের চোখ ও রক্তচাপ পরীক্ষা করা হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে নির্ধারিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, চালকদের চোখ পরীক্ষার ব্যাপারে চিন্তা করছে বিআরটিএ। চালকদের চোখ পরীক্ষায় সারা বছর ধরে কার্যক্রম চালানোর জন্য শুধু সরকার নয়, বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে আসতে পারে।
সড়ক দুর্ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তা ভালো হওয়ায় দ্রুতগতির কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। সচেতনতার মাধ্যমে এর পরিমাণ কমিয়ে আনতে হবে।
সড়কে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে নূর মোহাম্মদ মজুমদার জানান, সামাজিক আন্দোলনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে এগিয়ে আসতে হবে। সারা দেশে ব্যাপকভাবে মোবাইল কোর্টের বিস্তার করা হবে বলেও জানান তিনি।
মেয়াদোত্তীর্ণ গাড়ির বিষয়ে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ি ৫ লাখ। এর মধ্যে ফিটনেসবিহীন গাড়িও আছে। রংচটা মানেই ফিটনেসবিহীন নয়, দেখেই আনফিট, আর কার্যকর আনফিটের মধ্যে পার্থক্য রয়েছে। এ ফিটনেস চেকের ব্যাপারে কড়াকড়ি বাড়ানো হয়েছে। ঠিকমতো চেক না করলে বিভাগীয় মামলা হচ্ছে। রাস্তায় ধরা পড়লে ডাম্প করা হচ্ছে।
আগামী ২২ অক্টোবর জাকজমকের সঙ্গে নিরাপদ সড়ক দিবস পালিত হবে বলে জানান তিনি।