হোম ফিচার গায়েবি মামলা-গ্রেফতার বিষয়ে খতিয়ে দেখবে আইজিপি: বুলু

রাজনীতি ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, বিএনপির সমাবেশ ঘিরে সারা দেশে গায়েবি মামলা ও গ্রেফতারের বিষয়গুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইজিপি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গায়েবি মামলা, গ্রেফতার, গুলি করে নেতাকর্মী হত্যা ও ঢাকার বিভাগীয় সমাবেশের অনুমতি ইস্যুতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে হেডকোয়ার্টারে বৈঠক শেষে বিএনপি নেতা একথা বলেন।

১০ ডিসেম্বর সমাবেশ ইস্যুতে বিএনপি নয় বরং আইজিপি সোহরাওয়ার্দী উদ্যানে করার আহ্বান জানান। বিএনপির প্রতিনিধি দল এ বিষয় দলের শীর্ষ নেতাদের সিদ্ধান্তের ওপর জোর দেন।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানাচ্ছে এবং গায়েবি মামলা করে হয়রানি না করতে পুলিশের আইজিপির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সরকারের দূরভিসন্ধিমূলক তৎপরতা এড়িয়ে ১০ তারিখ নয়াপল্টনেই ঢাকা বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত বিএনপির। স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন