বিনোদন ডেস্ক :
বন্যায় স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি সুনামগঞ্জে। জেলার শতভাগ মানুষই পানিবন্দি। তীব্র হচ্ছে খাবার ও নিরাপদ পানি সংকট। পুরো সিলেট অঞ্চলই বানের পানিতে ভাসছে।
বন্যার্ত মানুষের সহায়তা এবার এগিয়ে এলো জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’। কনসার্টে গান গেয়ে তহবিল সংগ্রহ করবেন তারা।
মঙ্গলবার (২১ জুন) ‘বিশ্ব সংগীত দিবস’। এ উপলক্ষে প্রতিবারই নানা আয়োজন করে থাকে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ। এবারও কনসার্টের আয়োজন করেছে তারা। সেখানেই তহবিল সংগ্রহের উদ্দেশে গান গাইবে ব্যান্ড ‘চিরকুট’।
এ প্রসঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার মামুন অর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ চত্বরে শুরু হবে চিরকুটের পরিবেশনা। দেড় ঘণ্টা ধরে সংগীত পরিবেশন করবে তারা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।
তিনি আরও বলেন, কনসার্টে সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হবে।
১৯৮১ সালে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং বিশ্ব সংগীত দিবস ভাবনার প্রবর্তন করেন। পরের বছর ফ্রান্সে দিবসটি পালন শুরু হয়। সেই থেকে প্রতি বছরের ২১ জুন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘বিশ্ব সংগীত দিবস’ পালিত হচ্ছে।