অনলাইন ডেস্ক:
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছে তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনায় আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন উপদেষ্টা।
উপদেষ্টা আজ শনিবার সকালে ঢামেক হাসপাতালে যান। আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি জানান, গাজীপুরে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর চিকিৎসকেরা তাঁর ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন।
উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে।
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতদের দাবি, মোজাম্মেল হকের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা।