জাতীয় ডেস্ক:
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষোভকারীরা দুটি বাসে আগুন দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে নগরীর কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকায় বিক্ষোভে নামেন শ্রমিকরা। এ সময় শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ বাসে আগুন দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতিকারী দুটি বাসে আগুন দিয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে।