হোম জাতীয় গাজীপুরে নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে পুলিশের ২ কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় ডেস্ক :

গাজীপুরে পুলিশি নির্যাতনে রবিউল ইসলাম মন্ডল (৩৮) নামে এক সুতা ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে মহানগরের বাসন থানার দুই এসআই মাহবুব হোসেন ও নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

সুতা ব্যবসায়ী মৃত রবিউল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শাহাদাতপুর (পোস্ট গুজিপাড়া) গ্রামের বাকি মন্ডলের ছেলে। ১০ বছর ধরে বসবাসের পাশাপাশি গাজীপুরে সুতার ব্যবসা করছেন তিনি।

এদিকে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুর। নির্যাতনে তাকে হত্যার অভিযোগ তুলে ঘটনার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পুলিশ বক্সে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয় মোটরসাইকেলেও।

গত ১৪ জানুয়ারি মধ্যরাতে গাজীপুর মহানগরের পেয়ারা বাগান বাড়ি থেকে ব্যবসায়ী রবিউল ইসলামকে ধরে নেয় বাসন থানা পুলিশ। স্বজনদের দাবি, মুক্তিপণের টাকা না দেয়ায় থানায় তাকে নির্যাতন করা হয়। পাঁচ দিন পর মঙ্গলবার রাতে হঠাৎ তার স্ত্রীকে ফোন দিয়ে বলা হয় রবিউল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

চাঞ্চল্যকর এ ঘটনার পর বুধবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইলতুৎ মিস জানান, একজন নিহতের সংবাদে স্বজনরা মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত রবিউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন