জাতীয় ডেস্ক :
গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে মিতু (২২) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপপরিদর্শক মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে টয়লেটে যান মিতু। দীর্ঘ সময় পরও না বের হলে কেন্দ্রের অন্য নারীরা টয়লেটের দরজা খুলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে মিতু ওই কেন্দ্রে নিবাসী হিসেবে ছিলেন।
তিনি আরও বলেন, ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে নির্যাতনের বিষয়ে এখনো কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।