হোম আন্তর্জাতিক গাজা ‘সাফ’ করে ফিলিস্তিনিদের আরব দেশগুলোতে পাঠাতে চান ট্রাম্প!

গাজা ‘সাফ’ করে ফিলিস্তিনিদের আরব দেশগুলোতে পাঠাতে চান ট্রাম্প!

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হামলায় কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। রণক্লান্ত ওই অঞ্চল ‘সাফ’ করতে এখান থেকে ফিলিস্তিনিদের সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার এই বিষয়ে মতামত দেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজা থেকে আরও ফিলিস্তিনিদের নিয়ে নিতে জর্ডান ও মিশরকে বলেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, এটি কি তাঁর দীর্ঘমেয়াদী পরামর্শ? জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে।’

ওয়াশিংটন গত বছর বলেছিল, তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে। অধিকার গোষ্ঠী ও মানবাধিকার সংস্থাগুলো কয়েক মাস ধরে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যুদ্ধ প্রায় সব ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করেছে এবং ক্ষুধা-সংকটের দিকে নিয়ে গেছে।

শনিবারই জর্ডানের রাজার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে বলে জানান ট্রাম্প। রোববার তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘কার্যতই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গাটা (গাজা)। প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গেছে। মানুষ মারা যাচ্ছে। আর সেই কারণে আরব দেশগুলোর সঙ্গে আমি কথা বলা শুরু করেছি, যাতে ওই সব দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ থাকতে পারে। হয়তো এই পরিবর্তনের ফলে সেখানে ওরা শান্তিতে থাকতে পারবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সম্প্রতি সেখানে শুরু হয়েছে যুদ্ধবিরতি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন