আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের দায়িত্বে একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের স্থায়ী সমাপ্তির পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন।
শুক্রবার (২৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পেশাদার কূটনীতিক স্টিভ ফ্যাগিন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংস্থার বেসামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কাজ করবেন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে। প্যাট্রিক ফ্র্যাঙ্ক গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে স্থাপিত সমন্বয় হাবের সামরিক প্রধান হিসেবে রয়েছেন।
গত ১৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রতিষ্ঠিত ওই বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, সাহায্য সরবরাহ ও মানবিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে কাজ করছে। এতে প্রায় ২০০ মার্কিন সেনাসহ ইসরায়েল, ইউরোপীয় দেশ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
গত শুক্রবার কেন্দ্রটি পরিদর্শন শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে ‘ঐতিহাসিক উদ্যোগ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, উত্থান-পতন ও নানা চ্যালেঞ্জ থাকবে, তবে অগ্রগতি হচ্ছে- এ বিষয়ে আমরা আশাবাদী।
স্টিভ ফ্যাগিনের মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সাল থেকে ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রায় তিন মাস বাগদাদে শীর্ষ মার্কিন কূটনীতিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইয়েমেনে নিযুক্ত থাকাকালেও মূলত সৌদি আরবেও কূটনীতিকের দায়িত্ব পালন করতেন তিনি।
