হোম আন্তর্জাতিক গাজায় ৩ দিনে ৩০০ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় ৩ দিনে ৩০০ ফিলিস্তিনিকে হত্যা

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত তিন দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা বলছে, গত শনিবারেই ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী বুরেইজি শরণার্থী ক্যাম্পের সামনে জড়ো হওয়া লোকদের ওপরও হামলা চালায়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে।

এ ছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয় অন্তত ১২শ। এ ছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস।

এর জবাবে সেইদিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই যুদ্ধ এখন পর্যন্ত চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন