আন্তর্জাতিক ডেস্ক:
গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। এবার তারা সেখানে হামাসের টানেল খুঁজে পেয়েছে দাবি করে ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইলের সামরিক বাহিনী-আইডিএফ টানেলের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। বৃহস্পতিবার তারা গাজার হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে হামাসের টানেলের একটি সুরঙ্গের সন্ধান পাওয়ার দাবি করে। এ টানেলটির প্রবেশপথ গাজার সিটি হাসপাতালের মাঠে গিয়ে মিলিত হয়েছে। একই সঙ্গে অস্ত্র বোঝাই একটি গাড়ী পাওয়ার কথাও জানায় তারা।
তবে তাদের দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
এদিকে আল শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, সেখানে এখন পানি ও অক্সিজেন নেই এবং রোগীরা তৃষ্ণায় চিৎকার করছে।
তিনি বলেন, ইসরাইলি ট্যাঙ্ক হাসপাতালটি ঘিরে আছে আর ওপরে ঘুরছে ড্রোন। হাসপাতালের ভেতরে দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালিয়েছে সৈন্যরা।
আবু সালমিয়া আরও বলেন, আল শিফার অবস্থা ‘ভয়াবহ’, যেখানে এখনও সাড়ে ছয়শ রোগী, পাঁচশ চিকিৎসা কর্মকর্তা এবং পাঁচ হাজার বাস্তুচ্যূত মানুষ অবস্থান করছে।
অন্যদিকে গাজার মিডিয়া অফিসের এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে আল-শিফা কম্পাউন্ডকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক চাপের আহ্বান জানানো হয়েছে। এছাড়া সৈন্য ও ট্যাঙ্কগুলো সরিয়ে নেয়ার দাবি এবং হাসপাতালে অস্ত্র থাকার ইসরাইলি বর্ণনাকে মিথ্যা বলে অভিহিত করে প্রত্যাখ্যান করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গাজার আল-শিফাসহ সব হাসপাতালই মানবিক প্রতিষ্ঠান। এগুলোকে তারা সামরিক অভিযানের মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেবে না।