হোম আন্তর্জাতিক গাজায় যুদ্ধবিরতি দিয়ে পশ্চিমতীরে ইসরাইলের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :

একদিনের মাথায় আবারও ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা। এবার পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবারের (৯ আগস্ট) এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ।

তবে এর আগেই প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক। এদের মধ্যে ১৫ শিশুও রয়েছে।

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় শিশু নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আঙ্কারায় এক বৈঠকে তিনি বলেন, শিশু হত্যার কোনো যুক্তি থাকতে পারে না। তুরস্ক সব সময় ফিলিস্তিনিদের পাশে আছে।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে গভীর উদ্বেগ জানায় সংস্থাটির সদস্য দেশগুলো। যুদ্ধবিরতি কতদিন বহাল থাকবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করে কেউ কেউ।

এদিকে গাজা উপত্যকায় তিন দিনব্যাপী চালানো হামলার উদ্দেশ্য সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তেল আবিবের জন্য হুমকি এলে তার কঠিন জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গাজায় চালানো হামলার জন্য ইসরাইল অনুতপ্ত নয় বলে জানান লাপিদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন