হোম অর্থ ও বাণিজ্য গাজায় মানবিক সহায়তায় ১ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে হুদা বিউটি

বাণিজ্য ডেস্ক:

জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড হুদা বিউটির মালিক হুদা কাত্তান গাজার মানবিক সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার দান করার ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ত্রাণ সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন হুদা কাত্তান।

মঙ্গলবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি লিখেছেন, বিগত এক মাস সীমাহীন দুর্ভোগের মধ্যে পার করেছে গাজা এবং দুর্ভাগ্যবশত পরিস্থিতি আরও খারাপের দিকেই মোড় নিচ্ছে। আমাদের সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মগুলোকে যে কোনো ধরনের অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে ব্যবহার করতে হবে। আমরা এমন ভান করতে পারি না যে কিছুই ঘটছে না।’

গাজার মানুষের মানবিক সহায়তার জন্য তার হুদা বিউটি ব্র্যান্ড অনুদান দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হুদা বিউটি, কায়ালি অ্যান্ড উইশফুলসহ হুদা বিউটি ব্র্যান্ড গাজায় কাজ করা মানবিক সংস্থাগুলোকে ১ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে।

এছাড়া এই পোস্টের ক্যাপশনে হুদা বিউটি উল্লেখ করেছে, এক মাস কেটে গেছে এবং আমরা এখনও গাজায় প্রচণ্ড দুর্ভোগ দেখছি। আমরা যে কোনো উপায়ে গাজার মানুষদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বর্তমান অবরোধ এবং মানবিক চ্যালেঞ্জের কারণে গাজায় ত্রাণ পাঠানো কঠিন হয়ে উঠেছে। কিন্তু আমরা গাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, গাজায় ইসরাইলের চালানো নির্মম আগ্রাসনের এক মাসের বেশি সময় পার হলেও ভয়াবহতার মাত্রা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় গাজার পূর্বাঞ্চলের সুজাইয়া এলাকায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এখন পর্যন্ত গাজায় ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন