আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যায় সহযোগিতার অভিযোগে এবার জার্মানিকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাঠগড়ায় তুললো নিকারাগুয়া। গাজার সংঘাতে ইসরাইলকে তহবিল যুগিয়ে বার্লিন গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে মামলায় উল্লেখ করেছে মধ্য আমেরিকার দেশটি।
আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে গণহত্যায় সহযোগিতা করার দায়ে জার্মানির বিরুদ্ধে শুক্রবার (১ মার্চ) মামলা করে নিকারাগুয়া। জার্মানির বিরুদ্ধে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) অর্থ প্রদান স্থগিত করার বিষয়েও অভিযোগ করা হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে বলেছে, মামলার যুক্তি হিসেবে নিকারাগুয়া বলেছে, জার্মানি ইসরাইলকে রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করে এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সরবরাহ সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) তহবিল স্থগিত করে গাজায় গণহত্যায় সহায়তা করছে। এছাড়া গাজা সংকট মোকাবিলায় বার্লিন সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
নিকারাগুয়া আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জার্মানিকে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধ করার নির্দেশ এবং গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধিনিষেধের বিষয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা জারি করার অনুরোধ জানিয়েছে।
একশ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ, নজিরবিহীন নির্যাতন ও আল আকসা মসজিদের অবমাননার জবাবে গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরাইল। যা গত প্রায় পাঁচ মাস ধরে অব্যাহত রয়েছে।
হামলায় পুরো গাজা এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি। ব্যাপকভাবে বাস্তুচ্যুতি ও দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২৩ লাখ অধিবাসীর মধ্যে প্রায় ৬ লাখই এই মুহূর্তে দুর্ভিক্ষের কবলে পড়েছে।
ইসরাইল এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত। গত ডিসেম্বরে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।
এরপর জানুয়ারিতে দুই দিনের এক শুনানির পর এক অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আইসিজের বিচারকরা।
কিন্তু জাতিসংঘের সর্বোচ্চ আদালতের নির্দেশনাও কানে তোলেনি ইসরাইলি কর্তৃপক্ষ। গাজায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চলছেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও এই গণহত্যায় ইসরাইলকে এখনও সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।