পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:
গাজায় ইসরায়েলি নৃশংসতা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ আহলে হাদিস সংগঠন এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিল টি সরল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। পরে জিরো পয়েন্ট চত্বরে সংগঠনের সভাপতি হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ রবিউল ইসলাম, ইমাম আসাফুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আসাদুল ইসলাম, অলিউর রহমান, সেলিম জাহাঙ্গীর সুমন, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, আসাবুর রহমান শিমুল, জাহিদুর রহমান, ফয়সাল সরদার, আরিফুল ইসলাম রনি, আব্দুল্লাহ গাজী, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম টুটুল, আব্দুল করিম জোয়ার্দার, গফফার জোয়ার্দার, নাসির গোলদার, কেসমত গাজী ও আছাবুর রহমান জোয়ার্দার। সমাবেশে বক্তরা অবিলম্বে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ করার আহবান জানান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিমদের প্রতি আহবান জানান।