আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের দক্ষিণে শুক্রবার (১১ এপ্রিল) ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় কয়েক ডজন ইসরায়েলি বিমান হামলায় ‘শুধুমাত্র নারী ও শিশু’ নিহত হয়েছেন। গাজা থেকে এএফপি এই খবর জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার অফিসের একটি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি উচ্ছেদের আদেশ জোরালো হওয়ার ফলে লোকজনকে ক্রমশ সঙ্কুচিত এলাকায় ‘জোরপূর্বক স্থানান্তর’ করা হচ্ছে, যা ‘গাজায় একটি দল হিসেবে ফিলিস্তিনিদের ভবিষ্যতে টিকে থাকার বিষয়ে উদ্বেগ’ তৈরি করছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা খান ইউনিসে একই পরিবারের সদস্যদের হত্যার ঘটনাটি খতিয়ে দেখছে এবং পৃথকভাবে আরও জানিয়েছে, তারা আগের দিন সমগ্র অঞ্চল জুড়ে প্রায় ৪০টি ‘সন্ত্রাসী স্থাপনাতে’ হামলা চালিয়েছে।
হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ১৮ মার্চ ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করে। তারপর থেকে, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েল এক মাসেরও বেশি সময় আগে সাহায্য বন্ধ করে দিয়েছিল। এই সময়ের মধ্যে সেখানে ১ হাজার ৫শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে জানিয়েছেন, খান ইউনিসের মধ্যাঞ্চলে ফারা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর সাত শিশুসহ দশ জনকে নিহত হওয়ার পর মরদেহ হাসপাতালে আনা হয়েছে।’
এএফপি’র পরবর্তী ফুটেজে সাদা কাফন এবং কম্বলে মোড়ানো বেশ কয়েকটি মরদেহ এবং পরিবারের বাড়ির ক্ষতবিক্ষত কংক্রিটের স্ল্যাব এবং পেঁচানো ধাতু দেখা গেছে।